নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রুবিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের ইউসুফ কাজীর স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের জননী। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে রান্নার জন্য সে লাকড়ি আনতে গেলে সেখানে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। দুপুরে ঢাকা মেডিকেলের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামে নিয়ে আসলে বিকালে স্থানীয় দু’জন কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করালেও শেষ রক্ষা হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান জানান, সকাল ১০টার দিকে রুবিনা নামে সাপের কামড়ের এক রোগী এসেছিল। তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। এখানে ভ্যাকসিন থাকলেও অনেক পুরনো হয়ে গেছে। তাছাড়া আমরা ইচ্ছা করলেই চিকিৎসা দিতে পারি না। এখানে একটা ব্যাপার আছে, রিএ্যাকশন হতে পারে তাছাড়া আইসিইউ নেই। সেজন্য মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া এগুলোর চিকিৎসা দেওয়া যায় না। বর্ষার এ সময় সাপের উপদ্রব গ্রামাঞ্চলে বেশি থাকে। তাই সবাইকে আরো সাবধান হতে হবে।
সিরাজদিখানে সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু
আগের পোস্ট