নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশন সিরাজদিখান শাখার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কমসূচির অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর, টিউবওয়েল ও শৌচাগার মেরামতের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মোড় সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্স ভবনে সাজেদা ফাউন্ডেশনের শাখা কার্যালয়ে ৪১টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরন, সাজেদা ফাউন্ডেন আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ বদরুল হাসান, এলাকা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. রাহাদুজ্জামান প্রমুখ।
সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
আগের পোস্ট