নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দৈনিক স্বদেশ প্রতিদিন সিরাজদিখান উপজেলা প্রতিনিধি আলহাজ্ব আমজাদ হোসেনের মাতা হাজী ভানু বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় বালুচর ইউনিয়নের খাসকান্দি বেপারি পাড়া গ্রামের তার স্বামী মৃত ফজল মিয়ার বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দৈনিক স্বদেশ প্রতিদিন সিরাজদিখান প্রতিনিধি আলহাজ্ব আমজাদ হোসেনের মায়ের মৃত্যুতে সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
সিরাজদিখানে সাংবাদিকের মাতৃবিয়োগ
আগের পোস্ট