নিজস্ব প্রতিবেদক : গত সোমবার বিকাল ৪টায় রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি অহিদুল ইসলাম অহিদ এর সভাপতিত্বে এবং রসুলপুর মাদ্রাসার সদস্য সচিব ও সুপার মাওলানা মোঃ শহিদুল্লাহ’র সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন রশুনিয়া হাই স্কুলের সাবেক সম্মানিত প্রধান শিক্ষক আব্দুর রশিদ তালুকদার, মাদ্রাসার সাবেক সভাপতি ও বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন বেপারী, রসুলপুর মাদ্রাসার সাবেক সভাপতি ও রশুনিয়া হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুর রউফ মাষ্টার, রশুনিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হেদায়েতউল্লাহ্, রশুনিয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক আসলাম মাষ্টার, এতিমখানা কমিটির সভাপতি ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ আলমগীর, এতিমখানা কমিটির সহ-সভাপতি এডভোকেট রুহুল আমিন, তরুণ সমাজসেবক মেহেদী হাসান সজিব, সাবেক অভিভাবক সদস্যদের মধ্য আমির আলী ভূইয়া, আইয়ূব আলী বেপারী, ফিরোজ বেপারী, মোঃ হান্নান, সাইফুল ইসলাম মাষ্টার, বর্তমান সদস্য আল-আমিন মাষ্টার। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মিনার হোসেন, মনোয়ার হোসেন ঢালী, ছানোয়ার মোর্শেদ মিঠু, রফিক ঢালী, আব্বাস তালুকদার, রফিক বেপারী, আবু-আলাম, ওমর কাজী, ফারুক হোসেন, আফজাল খান, কাজী তুহিন, রশিদ বেপারী, সাইজদ্দিন ঢালী, পারভেজ, শহিদুল, নিপু, জাহিদ, আরিফ বেপারী, মিন্টু, মোক্তার প্রমুখ। নবনির্বাচিত সভাপতি অহিদুল ইসলাম বক্তব্যের শুরুতে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান এবং মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে মাদ্রাসায় যাতায়াতের রাস্তাগুলো পাকাকরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।