নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে কৃষিজমি খননের অভিযোগ পাওয়া গেছে। স্বৈরশাসকের পতন হলেও থেমে নেই দোসরদের অপকর্ম।
জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমল হতে ভেঁকু ও ড্রেজার ব্যবসা করে আসলেও সরকার পতনের পর ওয়ার্ড মেম্বার পদকে কাজে লাগিয়ে ভেঁকু ব্যবসা চালিয়ে আসছে উক্ত মেম্বার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোলা মৌজার পূর্ব কোলার আকবর মোল্লার বাড়ির পাশে ৩০ শতক কৃষিজমি খনন করা হচ্ছে। একজন স্থানীয় ইউপি সদস্য হয়েও আইন অমান্য করে চালিয়ে যাচ্ছে কৃষিজমি খনন কাজ। মেম্বারের অবৈধ জমি খননের বিষয়টি ৪নং ওয়ার্ডের মৃত হারুনর রশীদের ছেলে আমিনুল ইসলাম সিয়াম প্রশাসনকে অবগত করেছে -এমন মিথ্যা অভিযোগে তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ব্যাপারে আমিনুল ইসলাম সিয়াম জানান, যুবলীগ নেতা এবং স্থানীয় মেম্বার আলমগীর মোল্লার কৃষিজমি খনন নিয়ে কে বা কারা প্রশাসনকে অবগত করেছে তা আমি জানি না। কিন্তু উক্ত মেম্বার তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে মারধর করবে মর্মে হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে কৃষিজমির শ্রেণি পরিবর্তনে সরকারি অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে কোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর মোল্লা দাম্ভিকতার সাথে বলেন, এটা সরকারি জমি না, মালিকানা জমি। মালিকানা জমির শ্রেণি পরিবর্তনে অনুমতি লাগবে কেন ? ১১ বছর ধরে আমি মেম্বার। ওটা আমার ভাই বাড়ি করবে, তাই খনন করছি।
সিয়ামকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি তাকে হুমকি দেইনি। তাকে সন্ধ্যার পর আমার সাথে দেখা করতে বলেছি।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজদিখানে যুবলীগ নেতার বিরুদ্ধে অবৈধ ড্রেজার ও ভেঁকু বাণিজ্যের অভিযোগ
আগের পোস্ট