নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, প্রফেসর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহান তোরণ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মো. সালেহ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, ওসি আজগর হোসেন, বয়রাগাদি ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।