নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ^ মা দিবস উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক মায়ের উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে মাকে নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীরের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, থানা পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ।
সিরাজদিখানে মা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
আগের পোস্ট