নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৯/২০ অর্থ বছরের এলজিএসপি- ৩ অর্থায়নের আওতায় ১শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আওলাদ হোসেন, মোয়াজ্জেম ঢালী, ইউপি সচিব পারভেজ দেওয়ানসহ আরো অনেকে।
সিরাজদিখানে মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ
আগের পোস্ট