নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালপদিয়া মানবকল্যাণ সংসদ সংগঠনের উদ্যোগে করোনা প্রভাবের কারণে এবং ঈদ উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে অসহায় দুস্থ ১০০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, নুডুলস, চিনি, সাবান, তেল। এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাসেল, মোঃ শামীম, মোঃ কাজল, মোঃ রাকিব, মোঃ শুভসহ আরো অনেকে।