নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের মাছ বাজার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ৩টায় জাইকা প্রকল্পের আওতায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকায় মাছ বাজার ও তিনটি বাজারের ছোট রাস্তা উদ্বোধন করা হয়েছে। রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম খানসহ বাজার ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
সিরাজদিখানে মাছ বাজার উদ্বোধন
আগের পোস্ট