নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ইউনিয়নে মধুপুর পঞ্চায়েত মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সাধারন সম্পাদক নিরঞ্জন দাস বলেন, প্রতিদিনের মতো সকাল ছয়টার দিকে এক পূজারী পূজার ফুল নিয়ে মন্দিরে গেলে দেখতে পান দুর্গামন্দিরের দুর্গা ও লক্ষ্মী মূর্তির মাথা নেই। বিষয়টি পূজারী আমাদের জানালে আমরা প্রশাসনকে জানাই। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রেজাউল হক জানান, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়রী হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।