নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কম দামে পণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন পরিষদে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর উপহার ও টিসিবি কর্তৃক স্বল্পমূল্যে পণ্য বিতরণ করেন ডিলার খান ট্রেজার এর ফিরুজ খান। গতকাল বুধবার সকাল ৯টা থেকে এই পণ্য উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ডের ৯শত ৮৫টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ৪০৫ টাকা মূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ইসমাইল হোসেন, ৬নং ওয়ার্ড সদস্য রাসেল মিয়া, ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন সম্পা, ৪নং ওয়ার্ড সদস্য আবুল কাসেমসহ পরিষদের সকল নারী-পুরুষ সদস্যগণ।
সিরাজদিখানে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ
আগের পোস্ট