নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিহাদ খান (২২) নামে এক যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে শাহাবুদ্দিন খোকা (৭০) নামের এক বৃদ্ধের উপর উঠিয়ে দেয়। এতে বৃদ্ধ ঘটনাস্থলে রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের কলেজ রোডে ঘোষবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বৃদ্ধ শাহাবুদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান। গত শুক্রবার বাদ জুম্মা গোড়াপীপাড়া কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, নিহত শাহাবুদ্দিন খোকা তালতলা বাজারের মুদি দোকানদার। সে দোকান থেকে বাড়ি ফেরার পথে কলেজ রোডে ঘোষবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হয়। সে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের বাসিন্দা। ৬ কন্যা সন্তানের জনক।
ঘাতক বাইক চালক জিহাদ (২২) এর পিতা মালখানগর ২নং ওয়ার্ড সদস্য হযরত খান জানান, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এ বিষয়ে কিছু বলতে পারব না। আগামীকাল এসে আমার সাথে দেখা কইরেন। ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে অসুস্থ। নারায়ণগঞ্জ একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, বিষয়টি আমি অবগত না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।