মেহেদী সুমন : “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে গতকাল সোমবার সকাল ১০টায় একটি র্যালি বের হয়ে ইছাপুরা চৌরাস্তা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা, ডেভেলপমেন্ট সোসাইটি ও বিক্রমপুর চিত্রের যৌথ আয়োজনে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামসেদ ফরিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রোকন উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক গৌতম স্যানাল, সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে. এম. তরিকুল ইসলাম, বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির মনিটরিং অফিসার তামান্না হান্নান।