নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় সিরাজদিখান বাজারে শিকদার মার্কেট ৩য় তলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ সংগঠনের জেলা শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদা ওবায়েদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা অঞ্চল দক্ষিণের আইবিডব্লিউএফ এর সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সাইদ। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন, আইবিডব্লিউএফ এর জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আমিন শিকদার প্রমুখ।
সিরাজদিখানে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল
আগের পোস্ট