নিজস্ব প্রতিবেদক
“আমরা সেবা দেই, আল্লাহ সুস্থ করেন” -এ শ্লোগানকে সামনে রেখে ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ৮নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন মাদবরের অফিস রুমে কয়েকশত নারী-পুরুষ, শিশু, যুবক চক্ষু রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে রোগীদের চিকিৎসা করেন ঢাকা যাত্রাবাড়ী ৪০/২ শহীদ ফারুক রোডে সামিউল্লাহ প্লাজায় অবস্থিত ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের উপ-সহ কমিউনিটি মেডিকেল অফিসার ও সিনিয়র অপ্টোমেট্রিস্ট সম্রাট আহম্মেদ, কাউন্সিলর মোঃ হাসান, সহকারী আপন। এসময় উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন মাদবর, আনিছ বেপারী, আজিজুল হাকিম প্রান্তসহ অনেকে।
সিরাজদিখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
আগের পোস্ট