নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন ২০২৪-২৫ অর্থবছরের ২ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ০৯ টাকা সম্ভাব্য আয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য উন্মুক্ত বাজেটের ঘোষণা করেন। ইউপি সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ হোসেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়নের সকল ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজদিখানে বালুরচর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা
আগের পোস্ট