নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাঠ পর্যায়ে নিযুক্ত কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র মালখানগর থেকে ১১টি বাইসাইকেল গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের এলএসপি ৭ জন মহিলা ও ৪ জন পুরুষকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতুন নাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী এলএফএ আফজাল হোসেন চাকলাদার ও ভিএফএ মঈনুল হাসান প্রমুখ।
সিরাজদিখানে বাইসাইকেল বিতরণ
আগের পোস্ট