নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার রাজানগর বাজারের মোড়ে মোড়ে এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত শত শত পথচারী, অটো ও রিক্সাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও ট্যাং, লেবু ও চিনি মিশ্রিত শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ জেলা শাখা ও রাজানগর বাজার কমিটির সাধারণ সম্পাদক এসএমজি সারোয়ার হোসেন আলমগীর। এছাড়াও সহ-সভাপতি মেহের আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক চয়ন, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ দাস, রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ বছর পর রাজানগর বাজার কমিটি নির্বাচনে সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাজারের ঢালাই রাস্তাসহ ড্রেনেজ ব্যবস্থা করেন। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তিনি সার্বক্ষণিক বাজার মনিটরিং করেন। ভবিষ্যতে বাজারে সিসি ক্যামেরা আনবেন বলে জানান তিনি।
সিরাজদিখানে প্রচন্ড তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ
আগের পোস্ট