নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর এবং পাচঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কৃষ্ণনগর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মোঃ নুরুল হক গংদের সঙ্গে একই এলাকার আব্দুল রব মিয়ার পুত্র আব্দুল মোন্নাফের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত মঙ্গলবার সকালে নুরুল হক এর নেতৃত্বে ১০/১২ জন মিলে লাঠিসোঁটা নিয়ে আব্দুল মোন্নাফের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাঁধা দিতে গেলে আব্দুল মোন্নাফ ও তার স্ত্রী আকলিমা বেগম, সন্তান মায়া আক্তারসহ ৫ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আব্দুল মোন্নাফের বড় ভাইয়ের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নুরুল হককে আটক করেছে সিরাজদিখান থানা এসআই আশরাফুল ইসলাম।
সিরাজদিখান থানা এসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে হামলা, আটক ১
আগের পোস্ট