নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে লামিয়া আক্তার সেতু (২০) নামে এক গৃহবধূকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামে ভুক্তভোগীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের ছমির জালালের ছেলে সিরাজুল ইসলাম (৬০), সিরাজুল ইসলামের দুই ছেলে আবুল বাসার (১৯) ও সেন্টু মিয়া (২৮), সিরাজুল ইসলামের স্ত্রী আলাতন বেগম (৪৪), কেরামত আলীর স্ত্রী সেলিনা বেগম (৩৫), সেন্টু মিয়ার স্ত্রী জান্নাত (২০)। ভুক্তভোগী মোসাঃ লামিয়া আক্তার সেতু বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামের মোঃ জহির উদ্দিনের পুত্রবধূ। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ জহির উদ্দিন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করে করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামের মোঃ জহির উদ্দিনের সাথে কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের সিরাজুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিলো। এরই জেরে গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে মোঃ জহির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে সিরাজুল ইসলামের হুকুমে আলাতন বেগম, সেলিনা বেগম ও জান্নাত মোসাঃ লামিয়া আক্তার সেতুকে এলোপাথারি মারধর করে। এসময় আলাতন বেগমের ঘুষি লামিয়া আক্তার সেতুর চোখে লেখে গুরুতর রক্তাক্ত জখম হয়। আবুল বাসার, সেন্টু মিয়া ভুক্তভোগীর বসতঘরের ভিতরে স্টিলের আলমারিতে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় লামিয়া আক্তার সেতুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। ভুক্তভোগী লামিয়া আক্তার সেতুর স্বামী হৃদয় হোসেন অভিযোগ করে বলেন, তারা বাড়িতে ঢুকে আমার বৌকে মারধর করে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণ গয়না নিয়ে গেছে। তাদের সাথে আমাদের শত্রুতা আছে। তাই বলে বাড়িতে ঢুকে মারবে! আমি তাদের বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। সিরাজদিখান থানার ওসি মোঃ বোরহান উদ্দীন জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ
আগের পোস্ট