নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন ৫নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন। সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় এলাকার সমস্যা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন, সমাজসেবক মোঃ আবুল কালাম, শাজাহান খান, গিয়াসউদ্দিন মাস্টার, আল-আমিন শিকদার, আওলাদ ঢালী, রকি, সাজিদ, খোকন, রানা ও শেখ সাগর। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার উপ-পরিদর্শক সাইউল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক শিবলী সাদিক, সবুজ তালুকদার প্রমুখ।