নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পালিত ছেলের হামলায় মা ও বোন আহত হয়েছে। এ বিষয়ে পালিত ছেলের বাবা ফরহাদ হাওলাদার বাদী ৪ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রোববার সকাল ৮টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পালিত ছেলে শাকিল হাওলাদার দীর্ঘদিন যাবত পালিত বাবা ফরহাদ হাওলাদারকে জমি রেজিস্ট্রি করে লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছে। বাবা ফরহাদ হাওলাদার জমি রেজিস্ট্রি করে লিখে দিতে অস্বীকার করলে গতকাল রবিবার সকাল ৮টায় শাকিল হাওলাদার, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী মিলে হামলা করে মা মোছাঃ সালমা বেগম ও বোন ইতি বেগমকে আহত করে। আহতদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজদিখানে পালিত ছেলের হামলায় মা ও বোন আহত
আগের পোস্ট