নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় গতকাল রবিবার বেলা ১১টার দিকে গণপরিবহন শ্রমিকদের ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা। এসময় তারা দাবী জানান, স¦াস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে। হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন যাতে মহাসড়কে যান চলাচলে কোন প্রকার বিঘ্ন না ঘটে।
সিরাজদিখানে পরিবহন শ্রমিকদের তিন দফা দাবিতে বিক্ষোভ
আগের পোস্ট