নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন ভাষানচর ব্রিজের ঢালে যানবাহন চলাচল এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে সিরাজদিখান বালুচর প্রধান সড়কে ৬০৩০ মিটার রাস্তার রয়েছে খানাখন্দ ও অসংখ্য বড় বড় গর্ত। লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ব্রিজের পশ্চিম ঢালে দীর্ঘদিন যাবত রয়েছে বড় বড় গর্ত, যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রয়েছে প্রানহানীর শঙ্কা। লতব্দী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জসিম উদদীন জানান, এই রাস্তাটি বিগত ১০ বছর যাবত কার্পেটিং হওয়ার পর এ পর্যন্ত আর কোন মেরামত হয়নি । তাই রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদিও এ রাস্তাটি আমাদের পরিষদের কাজ না তারপরও নিজস্ব অর্থায়নে এবং মহিলা কর্মীদের মাধ্যমে বেশ কয়েকবার আমি রিপেয়ারিং করেছি। আমি দৃষ্টি আকর্ষণ করব উপজেলা প্রশাসনের নিকট এ রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয়। এই রাস্তাটি বর্তমানে নারায়ণগঞ্জ ও ঢাকা হতে সিরাজদিখানে যাতায়াতের জন্য এখন একমাত্র প্রধান সড়ক হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে ভারি ভারি যানবাহন যাতায়াত করে এ রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে তাহলে আমরা অনেকেই ঝুঁকির মধ্যে থাকব।
উপজেলা এলজিইডি প্রকৌশলী শৈয়ব বিন আজাদ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সিরাজদিখান হতে বালুচরের ৬০৩০ মিটার এই রাস্তাটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে টেন্ডার এর অপেক্ষায় আছে
সিরাজদিখানে নতুন ভাষানচর ব্রিজের ঢালে এখন মরণফাঁদ
আগের পোস্ট