নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী পেশাগত দক্ষতা কম্পিউটার প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ে কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১০ জুন সোমবার সকাল ৮টায় উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে জীবন ও জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার কম্পিউটার প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৪ দিন ও জীবিকা বিষয়ে ৫ দিন ব্যাপী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মোট ২৬ জন শিক্ষক ও জীবিকা বিষয়ে মোট ৫৪ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়া সমাপনী বক্তব্যে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে যুগোপযোগী ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে এ দুই বিষয়ের উপর বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এনসিটিবি। সেই নির্দেশনায় শিক্ষকদের মাধ্যমে দক্ষ ও স্মার্ট বাংলাদেশ গঠিত হবে বলে এ প্রশিক্ষণের আয়োজন। শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণ করে শ্রেণিকক্ষে ছাত্রদের মাঝে দক্ষতার সাথে নতুন কারিকুলাম বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।