নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা অফিস থেকে ৪০ জনকে নগদ ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। সমাজসেবক আক্তারুজ্জামানের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধু। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী শহীদুল ইসলাম, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, কাজী জাহাঙ্গীর, ঢালী শহিদুল ইসলাম, সমাজসেবক নজরুল ইসলাম ভূইয়া, মো. আমির হোসেন, খালেক মেম্বার প্রমুখ।
সিরাজদিখানে নগদ অর্থ বিতরণ
আগের পোস্ট