নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রতিকক্ষে দুইটি করে ইউনিয়নের ৫০ জন সদদ্যকে এই মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার সেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দসহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩ শতাধিক সদস্য।
সিরাজদিখানে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আগের পোস্ট