নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে দখলকৃত ওয়াকফ্কৃত জমি ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার খাসমহল বালুরচর চৌরাস্তা সংলগ্ন তা’লীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছাড়াও বালুরচর ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা জানান, তা’লীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর ওয়াকফ্কৃত ৬ শতাংশ জমি কুয়েত প্রবাসী রবিউল্লাহর প্রভাবশালী স্ত্রী রোকসানা বেগম, তার দুই ছেলে শাওন ও হৃদয় হাসান অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছে। নির্মাণ কাজে বাঁধা দিলেও তারা কোনরূপ কর্ণপাত করছে না। এতে করে ওয়াকফ্কৃত জমিটি চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে। তাই অনতিবিলম্বে জমিটি উদ্ধার করে মাদ্রাসা ও এতিমখানায় বুঝিয়ে দেয়ার দাবী তাদের।
মাদ্রাসা ও এতিখানার অধ্যক্ষ ওমর ইব্রাহিম বলেন, স্থানীয় মৃত হাকিম আলী মুন্সির স্ত্রী শুক্কুরজান বিবি গত ২৮ বছর পূর্বে দখলকৃত জমিটি ওয়াকফ্ করে দেন। সেই জমির মালিকানা দাবী করে কুয়েত প্রবাসী রবিউল্লাহর স্ত্রী রোকসানা বেগম, তার দুই ছেলে শাওন ও হৃদয় হাসান জোর করে মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফ্কৃত জমিটি দখল করে মার্কেট নির্মাণ করছেন। মার্কেট নির্মাণে তাদের বাঁধা দিলেও তারা তা আমলে নিচ্ছেনা। এছাড়াও জমিটি দখল মুক্ত করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছি না।
অভিযুক্ত দখলবাজ হৃদয় হাসান জানান, পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে আমাদের সাড়ে ৬ শতাংশ জমি রয়েছে। সেই জমির পরিবর্তে আমাদের মাদ্রাসার সামনের ৪ শতাংশ জমি লিখে দিয়েছেন ঈদগাহ মাঠের সভাপতি আমজাদ ডাক্তার। তাই আমরা সেখানে স্থাপনা নির্মাণ করেছি।