নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারুল বেগম (৪৫) নামে এক নারীর উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর গ্রামে। আহত পারুল বেগম মুজিদপুর গ্রামের সুলতান বেপারীর স্ত্রী।
আহত পারুল বেগম অভিযোগ করে বলেন, আমর প্রতিবেশী আমির বেপারী তার সীমানা ছেড়ে আমার জায়গায় একটি রান্নাঘর তুলছে। আমি উঠান ঝাড়ু দিচ্ছি আর আমির বেপারীকে নিষেধ করছি যে এই জায়গা থেকে দূরে সরিয়ে আপনার রান্নাঘরটি উঠান। সেসময় তার ছেলে ও মেয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তখন বলি ভাষা ভাল করে কথা বল নয়তো এই ঝাড়ু দিয়ে তোদের ঝাড়ব। সে কথা শোনার সাথে সাথে আমির বেপারী আমার বুকে হাত দিয়ে কাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করে। আমি কাপড় সামলাতে গিয়ে মাটিতে পড়ে যাই। তখন তার ছেলে মনির আমার ঝাড়ুটি দিয়ে আমার মুখের উপর মারতে থাকে আর আমির আমার কাপড় টেনে ছিঁড়ে ফেলে। তার মেয়ে আয়শা ও স্ত্রী মনোয়ারা বেগম আমাকে পেছন থেকে প্রচুর মারে। আমর ডাক চিৎকার শুনে আমার ছেলে রিফাত এগিয়ে আসলে তাকেও তারা অনেক মারধর করে ফেলে চলে যায়। পরে আমার ছেলে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে জানতে আমির হোসেনের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই জিয়াউল বলেন, অভিযোগের তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও শ্লীলতাহানি ; থানায় অভিযোগ
আগের পোস্ট