নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে এক ব্যবসায়ীর উপর হামলা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সুখের ঠিকানা হাউজিং এলাকার সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. নাদিম ভূইয়া গুরুতর আহত হন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ব্যবসায়ী মো. নাদিম ভূইয়ার দোকানে এসে দেলোয়ার ভূইয়া (৫৫), সেন্টু ভূইয়া (৫৮), ফজলুর রহমান ভূইয়া (৫০) সহ ৭/৮ জন মিলে ভয়ভীতি দেখায় ও হত্যার হুমকি দিয়ে যায়। তারই জেরে গত ২ মে কুচিয়ামোড়া ব্রীজের উপরে ৭/৮ জন মিলে নাদিম ভূইয়ার মটর বাইকের গতি রোধ করে বেধড়ক মারধর করে তার থেকে নগদ ৯২ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।