নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর এলাকায় এক নারীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী তার জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ দেশী অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ক্রয়সূত্রে জমির মালিক ভুক্তভোগী সানজিদা ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার বিকালে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিরাজদিখান থানায় দায়ের করা অভিযোগে বাদী সানজিদা ইসলাম উল্লেখ করেন উপজেলার বালুচর ইউনিয়নের বালুরচর মৌজাস্থিত খতিয়ান নং আরএস-২১৭, দাগ নং আরএস-৮১৭,৮১৮, ৭৬৩, নাল পরিমাণ ১৪ শতাংশ দাবীকৃত সম্পত্তি ক্রয়সূত্রে মালিক হওয়া সত্ত্বেও বিবাদী-১। শাহালম (৫৫), পিতা- মৃত জালাল উদ্দিন, ২। আঃ রহমান (৬০), পিতা- হোসেন আলী, ৩। মোঃ দেলোয়ার হোসেন (৫০), পিতা-মৃত জালাল উদ্দিন, সর্ব সাং- খাসমহল বালুরচর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জগণ দীর্ঘদিন যাবত জোরপূর্বক ভোগ দখল করিতেছে। পরবর্তীতে আমি উক্ত ঘটনার বিষয়টি বালুরচর ইউনিয়নের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান বিবাদীদের সাথে বসিয়া আপোষ করিতে চাইলে বিবাদীরা চেয়ারম্যানের কথা কর্ণপাত করেননাই। ২২/১১/২০২২ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুনরায় বিবাদীদের ডাকলে বিবাদীরা তাহার কথায় কর্ণপাত না করিয়া আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ হুমকি প্রদান করিয়া বলে যে, আমি যদি জমির কাছে আসি তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আমি এই মুহুর্তে আমার জমি ভোগ দখল করিতে গেলে বিবাদীগণ বড় ধরনের সংঘাত সৃষ্টিসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজদিখানে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার চেষ্টা
আগের পোস্ট