নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোরপূর্বক গাছ কেটে বাড়ি দখলের পায়তারার অভিযোগ উঠেছে দেলোয়ার গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে। গতকাল সোমবার সিরাজদিখান থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী হৃদয় হাসান।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রবিবার দুপুর ২টার দিকে দেলোয়ার (৫০), আলী আহম্মেদ (৬০), জানে আলম (৩০), নাজমুল (৩০), মাসুদা বেগম (৪৫) সহ আরো ৪/৫ জন মিলে হৃদয় হাসানদের বালুচর মৌজার আর.এস. ১৩০৯নং দাগের বাড়িতে থাকা ৬টি আম গাছ কেটে ফেলে এবং বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে। এসময় সেখানে থাকা টিনের গেইট দা, চাপাতি ও শাবল দিয়ে কুপিয়ে ক্ষতিসাধন করে। এই ঘটনার আগেও তারা বালুচর মৌজার আরএস ৭৪৫, ৭৬১, ৭৬২নং দাগের ৭.৫০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে।
অভিযুক্ত দেলোয়ার বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। তিন বছর যাবত দেশে আছি। আমি কারো সাথে কোন ঝগড়াঝাটি বা ঝামেলায় জড়াই না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।