নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের চোরমর্দ্দন এলাকায় জমি সংক্রান্ত জেরে লোকজন নিয়ে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, বাড়ি দখল ও মারধরের মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাতে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন বাদী। বিষয়টি গতকাল রবিবার সকালে সিরাজদিখান থানার পুলিশ সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ৬ আগস্ট বিকাল ৪টার দিকে ইউপি সদস্য ইকবাল দিদারের নেতৃত্বে শাহবুদ্দিন শেখ, নূরজাহান শেখ, অমিত পাল, আনন্দ পাল, নীল কমল পাল ও অরুনী কর্মকারসহ আরোও ৫-৬ জন সন্ত্রাসী লোহার শাবল, লাঠিসোটা নিয়ে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়িঘড় ভাঙচুর ও নগদ টাকা লুটপাট করে। বাধা দিলে গোপা ঘোষ ও তার মেয়ে অনিন্দিতা ঘোষ দুইজন হামলার শিকার হন। ওইদিনই প্রতিবেশী শাহাবুদ্দিন শেখ, ইউপি সদস্য ইকবাল দিদার, অমিত পাল, আনন্দ পাল, নূর জাহান বেগম, নীলকমল পাল ও অরুনী কর্মকারের নামে থানায় মামলার জন্য লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গোপা ঘোষ। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ কোর্টের মাধ্যমে মামলা রুজু করা হয়। এরপরে আসামীরা গোপ ঘোষের বিদ্যুৎ বিল দিতে ভাড়াটিয়াদের বাধা দেন। মামলার সাক্ষীদের সাক্ষী দিতে হুমকি দেন। তাদের পরিবারের লোকজনদের চোরমর্দ্দন গ্রামের বাড়িতে প্রবেশ করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে বলে কেউ ওদের সাথে থাকলে তাদেরকেও দেখে নেওয়া হবে। এসব কিছু জেনেও পুলিশ তাদের গ্রেফতার করছেন না, ওদের কিছুই বলছেন না।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আসামিরা আদালত থেকে জামিন নেন। এদিকে জামিনে এসেই বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। রাজি না হলে গোপা ঘোষ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে থানায় অভিযোগ করেন গোপা ঘোষ ও তার মেয়ে অনিন্দিতা ঘোষ।
এদিকে অভিযুক্ত ইকবাল দিদার ও আনন্দ পালের মোবাইল ফোনে কল দিলে তারা এ বিষয়ে ফোনে কোন কথা বলতে রাজী হননি।
সিরাজদিখান থানার এস আই মোঃ সাইফুল বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।