নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ইছাপুরা সিংপাড়া প্রধান সড়কে র্যালী শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. রেজাউল করিম, ডা. সাবরিনা সুলতানা, ডা. জামিলা হোসেন হলি, জুলফিকুর রাজন রাজিব প্রমুখ। এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইন্টার্নি চিকিৎসক ও নার্সগণ।