নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার এ উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪,৪০৮ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১,৫২৩ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহণ করেছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী ১২ শিশু ও ১২ – ৫৯ মাস বয়সী ৩৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।