নিজস্ব প্রতিবেদক
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজদিখানে প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে সিরাজদিখান থানা রোড প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।