নিজস্ব প্রতিবেদক
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” -এ শ্লোাগানকে সমানে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশান ফিরদৌস, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার। দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এলক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা। প্রত্যেক কন্যাশিশুর মানসিক বিকাশের সুযোগ দিতে হবে। তাদের কোন ধরনের মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করা যাবে না।
সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
আগের পোস্ট