নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি বুঝে চাওয়ায় এক বৃদ্ধকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার টেঙ্গুরিয়া পাড়া গ্রামের আব্দুল হক খালাসী (৫৫) কে হত্যার হুমকি দিয়েছে একই গ্রামের আব্দুল হাই খালাসী। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হক খালাসীকে একটি জমির পরিবর্তে অন্য জমি বুঝিয়ে দিবে বলে অঙ্গীকার করে আব্দুল হাই খালাসী। কিন্তু সে জমিটি আব্দুল হাই খালাসী না বুঝিয়ে দিয়ে বিভিন্ন তাল বাহানা করে। গত ১৯ নভেম্বর ২০১৯ সালে সে জায়গা না বুঝে পেয়ে আব্দুল হক খালাসী স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে জায়গা চাইলে আব্দুল হাই খালাসী জায়গা বুঝিয়ে দিবে না বলে। পরবর্তীতে আবার জায়গা বুঝিয়া চাওয়া হলে আব্দুল হাই খালাসী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে সিরাজদিখান থানার এস.আই মো. হাসেম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখানে জমি বুঝে চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ
আগের পোস্ট