নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলায় দুইপক্ষের ১৫ জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতরা হলেন- এড. সোহেল রানা (৩৮), তার স্ত্রী আইরিন আক্তার (৩২), জুয়েল বেপারী (৪৩), চাঁন মিয়া (৪৮), বড় বোন ঝুনু বেগম (৫০), আলী হোসেন, জাকির হোসেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরপক্ষে নুরুল হক (৬৮), মোতালেব (৫০), জাহাঙ্গীর শেখ (৪৫), আনোয়ারা হোসেন (৭৪) ও আসাদ সিকদার (৫০) নামে ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকেও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত রবিবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি দল।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রাসেল জানান, একপক্ষের ৫ জন ও অপরপক্ষের ৭ জন রোগী সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসা নিয়েছে। সকলেই গুরুতর আহত। তবে সোহেল রানা ও জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ঢাকা মেডিকেলে রেফার করেছি।
রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ বলেন, সন্ধ্যায় হামলার ঘটনা শুনে সেনাবাহিনীকে অবগত করি। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত পাই।