নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে দুইজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার লতব্দী ইউনিয়নের চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন স্বার্থকালীন মাহমুদের ছেলে জামাল মাহমুদ (৩৫) ও কামাল মাহমুদ (৩০)। এ ঘটনায় আহত কামাল মাহমুদের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দাইমুদ্দিন মাহামুদের ছেলে শহিদ (২২), মোঃ আসাদ (২০), ও মোঃ সাহাদুল্লাহ (২৭), কালু মাহামুদের ছেলে দাইমুদ্দিন মাহামুদ, দিল মোহাম্মদের ছেলে ইমনসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢোকে। এসময় তাদের হাতে থাকা রামদা দিয়ে মোঃ জামাল (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া কামাল মাহমুদ ও সাকিনা বেগমকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে সাকিনা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও ঘরের ওয়্যারড্রোবে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ভাঙচুর, আহত ২
আগের পোস্ট