নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শুলপুর, কাচিকাটা গ্রামের ভাঙ্গা চোরা রাস্তার দরুন লোকজন ও পরিবহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ইউনিয়নের শুলপুর উচ্চ বিদ্যালয়ে যেতে নির্মিত রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি পাকা হবে তো দূরে থাক ঠিকমত রোডে মাটি খুঁজে পাওয়া যাচ্ছেনা। পুরো রাস্তা ভেঙ্গে চুরে একাকার। কোথাও রাস্তা দেবে গিয়ে মাটির নিচে। জায়গায় জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকায় লোকজন চলাচল করতে পারছে না। বাড়ি-ঘর নির্মাণ থেকে শুরু করে পণ্য সামগ্রী বা কৃষিপণ্য সরবরাহ ও রোগী নিতে বেগ পেতে হচ্ছে স্থানীয় লোকজনকে। বছরের পর বছর চলছে এ দূরবস্থা। সড়কটি মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় তোফায়েল জানান, বছরের পর বছর আমরা রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। অসুস্থ লোককে গাড়িযোগে নিতেও সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে এসব রাস্তায় পরিবহনযোগে যাতায়াত করতে গিয়ে দূর্ঘটনায় পড়তে হচ্ছে। রাস্তাটি শিশু, নারী ও বৃদ্ধদের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী।
সিরাজদিখানে চৌধুরী সড়কের বেহাল দশা
আগের পোস্ট