নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিন পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। এতে চরম বিপাকে পড়েছে ওই পরিবারগুলো। উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের রুবিনা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে তিন প্রতিবেশীর যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো গত ১৪ দিন ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও স্থানীয় জনপ্রতিনিধি বরাবর অভিযোগ দিলেও নেয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের মৃত জহিরুল হকের পুত্র মো. নুরুল হক, মৃত আক্কাছ বেপারীর পুত্র মো. শহিদুল ইসলামসহ ৩টি পরিবার রক্ষিত পাড়া মৌজার ৫ ফুট চওড়া একটি যাতায়াতের রাস্তা দিয়ে গত ৩৮ বছর ধরে চলাচল করত। হঠাৎ করে গত ২৯ জানুয়ারী প্রতিবেশী রুবিনা আক্তার রাস্তাটিতে বাঁশ ও টিন দিয়ে আড়াআড়িভাবে একটি বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় ৩টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য শহিদুল ইসলাম বলেন, আমরা প্রায় ৩৮ বছর যাবৎ ৩টি পরিবার রাস্তাটি ব্যবহার করে আসছি। হঠাৎ করে রুবিনা আক্তার তার জমি দাবি করে রাস্তাটি দখল করে রাস্তার মধ্যে বাঁশ ও টিনের বেড়া দিয়েছেন। গত ১৪ দিন ধরে চলাচলে আমরা বেকায়দার মধ্যে রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও স্থানীয় জনপ্রতিনিধি বরাবর অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।
কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, রাস্তাটি রুবিনা আক্তারের মালিকানায়। তবে পারিবারিক কলহের কারণে রুবিনা আক্তার রাস্তাটি বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সমাধানের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আগামীকাল (আজ) বৃহস্পতিবার দু’পক্ষকে নিয়ে বসে সমাধান দিব।
অভিযুক্ত রুবিনা আক্তার বলেন, রাস্তার পুরো জমিটি আমার মালিকানার। দীর্ঘ ২০ বছর প্রতিবেশীদের আমি চলতে দিয়েছি, কিন্ত সম্প্রতি তারা আমার উপর যেভাবে নির্যাতন, অত্যাচার করছে তা ধৈর্যের বাহিরে চলে গেছে। যে কারণে তাদের যাওয়ার পথ আমি বন্ধ করেছি।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, উভয় পক্ষ আমার কাছে এসেছিল বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথা বলেছি।
সিরাজদিখানে চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ তিন পরিবার
আগের পোস্ট