নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর হাজী আমানুল্লাহ মার্কেটে খাসনগর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ উল্লাহ আজাদী। বাদ যোহর উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি সদস্য হাজী সাঈদ হোসেন ও বালুচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক পিয়ার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, বিএনপি নেতা হাজী আলী হোসেনসহ বালুচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।