নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বালুচর ইউনিয়ন শাখার পক্ষ থেকে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর দারুস সুন্নত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদরাসার শিশু শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। রাজনগর দারুস সুন্নত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদরাসার সভাপতি হাজী মোঃ ছামেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শামীম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জামান শাহীন হাওলাদার রতন, বালুচর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মোঃ মামুন হাওলাদার, সহ-সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ। এছাড়া মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বালুচর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।