নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে ২ দিনব্যাপি প্রশিক্ষক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুরা কারিতাস আইসিটি সেন্টারে কারিতাস ঢাকা অঞ্চলের আইএফএস প্রকল্পের আয়োজনে ২৫ জন উপকারভোগীকে নিয়ে ২ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রোজিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সুমির কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রানী নাগ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার যুধিষ্ঠির রঞ্জন পাল। উপজেলা কারিতাস আইএফএস-আইসিটি কর্মকর্তা নারায়ণ চন্দ্র মজুমদারের (নয়ন) সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চল শিক্ষা ও উন্নয়ন কর্মকর্তা কামরুন নাহার পিও, কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক ফোকাল পার্সোন জুয়েল পি রিবেরু, মাঠ কর্মকর্তা হিরন প্যাট্রিক গমেজ প্রমুখ।
সিরাজদিখানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আগের পোস্ট