নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে গতকাল সোমবার দুপুরে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা। ইপিআই কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীগণ।
এসময় প্রধান আলোচক বলেন, ৪ বছর পেরিয়ে যাচ্ছে কোভিড-১৯ এর প্রভাব এখনো কমেনি। আমরা ৩/৪টি করে ভ্যাকসিন দিয়েছি, তারপরও এখনো এ ভাইরাসে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, আবার কখনো মৃত্যুর কথা শোনা যাচ্ছে। এখন যদিও ডেঙ্গুর প্রকোপ বেশি। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। সাবান, পানি দিয়ে হাত ধোয়ায় ৯৫% রোগমুক্ত থাকা যায়। তাছাড়া স্বাস্থ্যসম্মত খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সেসব খাবার খেতে হবে। যেমন- ফলমূল, শাকসবজি, ডাল, মাছ, মাংস ইত্যাদি। কোনক্রমেই তামাক জাতীয় কিছু খাওয়া বা পান করা যাবে না। যা ফুসফুসসহ স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। নিজেরা পরিচ্ছন্ন থাকবো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো, পাশাপাশি অন্যদের সচেতন করলেই সবাই ভালো থাকতে পারবো।