নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক তিনদিন ব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সমসাময়িক বিষয় করোনা ভাইরাস নিয়ে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর উজ্জ্বলের সভাপতিত্বে গতকাল বুধবার ১১ মার্চ সকাল ১০টায় সিরাজদিখান থানা থেকে শুরু করে রামানন্দ গ্রামে কংশুপুরা স্কুল, মোল্লাকান্দি, বালুচর বাজার, খাসমহল বালুচর পর্যন্ত এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদউদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ ও স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এই সমসাময়িক বিষয় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন আগামীকাল দোয়ার মাধ্যমে শেষ হবে।