নিজস্ব প্রতিবেদক
করোনাকে জয় করে নিজ বাড়িতে ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা ও ছেলে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে আবিরপাড়া গ্রামের বাড়িতে ফিরেন তারা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা মুক্ত হওয়ার পর ৭০ বছর বয়সী মা ও ২৩ বছর বয়সী ছেলে বলেন, মনের সাহস ও চিকিৎসকের আন্তরিকতায় করোনা জয় করতে পেরেছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান জানান, গত ১০ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মায়ের করোনা শনাক্ত হয়। এর ৪ দিন পর তার ছেলে ও পুত্রবধুর করোনা শনাক্ত হয়। এ অবস্থায় মা, ছেলে ও পুত্রবধুকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। গতকাল সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে মা ও ছেলের করোনা মুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়। তবে পুত্রবধু এখনও আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজদিখানে করোনা জয় করে বাড়ি ফিরলেন মা ও ছেলে
আগের পোস্ট