নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় এলাকায় একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানের মালিক মহাদেব দাস জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের হাকিম ঢালীর মার্কেটের দিয়া মেডিসিন কর্ণার নামে একটি দোকান ভাড়া নিয়ে আট বছর ধরে ঔষধের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দোকানের প্রবেশ মুখের সাঁটার বন্ধ করে বাড়ীতে চলে আসি। সকালবেলা ফোনে খবর পাই, আমার দোকানে চুরি হয়েছে। খবর পাওয়ার পর দোকানে গিয়ে দেখি, চোরেরা আমার দোকানের সামনের সাঁটার না খুলে মার্কেটের প্রবেশমুখের সাঁটারের তালা ভেঙ্গে দোকানের ক্যাশে থাকা ৬ হাজার টাকা ও সমস্ত ঔষধ চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। উপজেলা পরিষদের ১শ গজের মধ্যে দোকান থাকলেও রাতে এখানে কোন পাহারার ব্যবস্থা নেই। পাহারা থাকলে হয়তো আমার দোকানে চুরি হত না। সিরাজদিখান উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রনবীর ঘোষ বলেন, উপজেলার এতো কাছে মেডিসিন ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলা ও উপজেলা মোড়ে কোন পাহারা না থাকার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার সাব-ইন্সপেক্টর আবুল হাসেম বলেন, চুরির ঘটনা সত্য। সরেজমিনে গিয়ে ঘটনা জেনেছি। সিরাজদিখান থানার ওসি এস এম জালালউদ্দিন বলেন, দিয়া মেডিসিন ঔষধের দোকানে চুরির ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।